হিটলার ছোটবেলা একবার দুষ্টামি করে তার বন্ধুবান্ধবদের নিয়ে বলল তাকে জার্মানীর প্রেসিডেন্ট বলে মিছিল দিলে সবাইকে মিষ্টি খাওয়াবো । তো সবাই মিলে হিটলারকে জার্মানির প্রেসিডেন্ট বলেমিছিল দিল । পরে কথামত হিটলার তাদের সবাইকে একটা মিষ্টি দোকানে নিয়ে গেল এবং সবাইকে মিষ্টি খাওয়ালো । সবাইকে মিষ্টি খাওয়ানোর পর হিটলার দোকানের বিল না দিয়ে চলে যাচ্ছে ; এমন সময় দোকানদার হিটলারকে মিষ্টির বিল দিতে বলল । হিটালার বিল না দিয়ে বলল : আমি জার্মানীর প্রেসিডেন্টআমার কি বিল দিতে হয় ? দোকানদার বলল : কে বলেছে তুমি জার্মান প্রেসিডেন্ট ? তখন হিটলার বলল দেখলেন না সবাই আমাকে জার্মানীর প্রসিডেন্ট বলে মিছিল দিয়েছে । এসব বলে সে বিল না দিয়ে চলে গেল । একসময় ঐ দুষ্টু হিটলার ঠিকই জার্মানীর প্রেসিডেন্ট হলেন । তখন তাকে জিজ্ঞেস করা হল প্রেসিডেন্ট হবার পর এখন আপনার প্রথম কাজ কি ? তখন হিটলার বলল : আমি ছোটবেলায় দুষ্টামি করে এক মিষ্টির দোকান থেকে বন্ধুদেরকে মিষ্টি খাওয়াইছি কিন্তু তার বিল দেইনি । তাই আমার প্রথম কাজ হল ঐ মিষ্টির দোকানদারের বিল পরিশোধ করা। এই ব্যক্তিটিকে অনেকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বলেন। ঘৃণিত হলেও তার মাঝে সততা ছিল, তার কিছু নৈতিক আদর্শ ছিল। আর আমাদের দেশের "মান্য-গন্য-জঘন ­্য" ব্যাক্তিদের মাঝে এই সততা বা আদর্শ কতটুকু আছে তা বলে আর দীর্ঘশ্বাস বাড়াতে চাইনা। (সংগৃহীত)