নিজস্ব ডেক্স, বহরমপুর : কলকাতার সুপ্রতিষ্ঠিত প্রকাশনি মল্লিক ব্রাদার্স মু্র্শিদাবাদ জেলা ব‌ইমেলায় ৯৬নম্বর স্টলে তাদের ব‌ইয়ের পসরা নিয়ে হাজির হয়েছে। মল্লিক ব্রাদার্স মূলত ইসলামি ব‌ই প্রকাশের জন্য বিশেষভাবে সুপরিচিত। এই প্রকাশনিতে থাকা সাদ্দাম হোসেন জানান , তিনি মল্লিক ব্রাদার্সের স্টলে থাকেন। যেখানে যেখানে ব‌ইমেলা বসে মল্লিকের স্টল বসলে‌ই ডাক পড়ে সাদ্দামের। তাঁর দায়িত্ব মল্লিক ব্রাদার্সের ব‌ইমেলায় স্টল সামলানো। সাদ্দাম আর‌ও জানান, এই ব‌ইমেলায় স্টল থেকে ব‌ইয়ের উপর ১৫% থেকে সর্বোচ্চ ৩০-৩৪% ছাড় দেওয়া হচ্ছে ব‌ইয়ের বিত্তিতে ব‌ইয়ের উপর। কলম পত্রিকার ক্রোড়পত্র দীন দুনিয়ায় হেরার আলোর পরিচালক মোঃ হাদিউজ্জামান সাহেবের লেখা বা সম্পাদিত ব‌ইয়ের প্রসঙ্গ উঠতে একটি মাত্র ব‌ই বার করে দিয়ে সাহিন সাহেব বলেন, ওঁনার ব‌ই আর নেই, শেষ হয়ে গেছে, আসলে চাহিদা খুব। এর পরে বলেন, এমনি এবার মেলায় ব‌ইয়ের আয়োজন কম করেছে মল্লিক ব্রাদার্স। সাহিন মল্লিক প্রকাশনির মালিক পরিবারের। রয়েছে গীতা ও ইসালিম ব‌ইয়ের স্টল‌ও। রয়েছে জেলার লেখকদের স্টল। বাম্পার অফার ও কন্টেস্ট নিয়ে ব‌ইমেলায় হাজির আইটি স্টল। মূলত ব‌ইয়ের স্টল বসে ব‌ইমেলায়। কিন্তু আধুনিক ই-বুকের যুগে ব‌ইমেলায় স্থান করে নিয়েছে আইটি স্টলগুলি। ব্যতিক্রম ঘটেনি বহরমপুরে মুর্শিদাবাদ জেলা ব‌ইমেলার ক্ষেত্রেও। বহরমপুর তথা জেলার নামি কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান দ্যা কম্পিউস্টার বিভিন্ন কোম্পানির লেপটপ, কম্পিউটার, এল‌ইডি টিভি, ক্যামেরা ইত্যাদি নিয়ে হাজির হয়েছে ব‌ইমেলায়। বিশেষত লেপটপ ও ডেক্সটপ কম্পিউটারের উপর রয়েছে লোভনীয় অফার; রয়েছে এক্সচেঞ্জ অফার। হাই ইএন্ড নিকন এফ‌এক্স ক্যামেরায় প্রোফাইল পিক্চার তুলে নেওয়ার ফ্রী সুযোগ রয়েছে দ্যা কম্পিউস্টারের স্টলে। তোলা ছবি পাঠিয়ে দেওয়া হবে যাঁর ছবি তাঁর ইমেইল অথবা হোয়াটস্ অ্যাপ নম্বরে। ব‌ইমেলাতে তোলা সমস্ত ছবিই যাবে নিকনের দপ্তরে, ভালো ছবি নির্বাচিত হলে নিকনের তরফ থেকে মিলবে পুরস্কার। টিডিএন বাংলাকে জানান স্টলের কর্মী গৌতম সর্দার। ৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে বহরমপুরের ডেল্টা কম্পিউটার। তারা বিশেষ উপহার রেখেছে লেপটপের সঙ্গে। ব‌ইমেলায় রয়েছে এসবিআই ব্যাংক, তাদের বিভিন্ন পরিশেবা, লোন ও ডিজিট্যাল ব্যাংকিং নিয়ে। শুধুমাত্র বহরমপুর শহরে নানান খাবারের ফ্রী হোম ডেলিভারির বিজ্ঞাপন নিয়ে রয়েছিল কারলোফ। মেলা চলেছে ১৯ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত।