৭৪ নওদা বিধানসভা এলাকায় জনগনের প্রত্যাশা

ü পিঁয়াজ সংরক্ষণের জন্য হিমঘর চায়
ü ত্রিমোহনী থেকে সর্বাঙ্গাপুর রাস্তা সংস্কার ভায়া দুধসর।
ü সব্দরনগর থেকে আলামপুরেরর রাস্তা ভালো হোক।
ü সব্দরনগর থেকে বুন্দাইনগরেরর রাস্তা সংস্কার প্রয়োজন।
ü ভালো হোক কালিতলা হয়ে পিলখানা রাস্তা।
ü আমতলা-ফাজিলনগর ব্রিজ নির্মাণকাজ সুসম্পূর্ণ হোক।
(মুর্শিদাবাদ-নদিয়া সংযোগ পথ।)
ü ভানদারদহ বিল সংস্কার দরকার।
ü রিভার পাম্প উন্নয়ণে সুনজর চাই।
ü সব্দরনগর ও ঘোড়ামারা হাসপাতাল উন্নয়ণ দরকার
ü ঘোরামারা-চাঁদাবাদ রাস্তা ভালো হোক।
ü দমদমা-কামাদপুর রাস্তা সংস্কার প্রয়োজন।
ü রাধানগর বা পাটিকাবাড়ী ব্রিজ সুসম্পন্ন
(মুর্শিদাবাদ-নদিয়া সংযোগ পথ।)
ü সব গ্রাম-পঞ্চায়েতে অ্যাম্বুলেঞ্চ পরিশেবা দিক।

ü আমতলা হাসপাতালের গুণগত উন্নয়ণ হোক।
ü সাকোয়া হতে বোচাডাঙ্গা রাস্তা সংস্কার দরকার
ü ডুবতলা-রাজাপুর, পিপড়াখালি ব্রিজ।
ü দূরলবপুর রাস্তা।

ü বালি-সাহেবনগর পাকা রাস্তা সংস্কার হোক।
(যেটা নওদা-নদিয়া সংযোগ পথ।)
ü বালি-টুঙ্গি ব্রিজ নির্মাণ হোক।
ü পরিত্যাক্ত টুঙ্গি গ্রামীন হাসপাতাল চালু হোক।
ü দমদমা-গোঘাটা রাস্তা সংস্কার হোক।
      
ü ডাকাতিয়াপোতা থেকে বালির রাস্তা সত্তর মেরামত হোক।
ü এবং ডাকাতিয়াপোতা থেকে কলোনি হয়ে, এবং শিবচন্দ্রপুরের রাস্তা মেরামত।

ü মধুপুর-এর ছাবাতলা ও কিশোরীতলা গ্রামের রাস্তার বেহাল দশা।

ü ডুবতলা থেকে রাজাপুরের রাস্তা পাকা হোক।

ü ঝাউবনা জরাজীর্ণ কাঠেরব্রিজ কংক্রিটের হোক।
ü ঝাউবনা, টুঙ্গিতে লো-ভোল্টজ সমস্যার স্থায়ী সমাধান।
ü ঝাউবনার রাস্তা ও নিকাশী ব্যবস্থা সংস্করণ হোক।
ü পাটিকাবাড়ি গ্রামীন হাসপাতাল পুরোদমে চালু হোক।